Sarodiya Phool Dol 2018

New

#দৃষ্টিহীন_শিশুদের_সাথে
#শারদীয়ার_ফুলদোল

ওরে গৃহবাসী... 
খোল দ্বার খোল, লাগল যে দোল... 

এই ভরপুর বসন্তের সবথেকে আনন্দের উৎসব দোল। ব্যস্ত জীবনকে একটু ছুটি দিয়ে জীবনকে নতুন রঙে ভরিয়ে দেবার সুযোগ নিয়ে আবার অপেক্ষায় দোল। আজকাল দোল মানে শুধুই কেমিক্যাল রং বা আবীর। কিন্তু বসন্ত উৎসব তো শুধু এই বাহ্যিক রঙের দিন নয়, মনটাকে নতুন করে রাঙিয়ে নেওয়াটাতেই এই দিনটার সার্থকতা । তাই কোনো কেমিক্যাল রং নয়, প্রকৃতির শ্রেষ্ঠ উপহার 'ফুল' দিয়ে বিগত বছর গুলোর মতো এই বছরও 'ফুলদোল' পালন করতে চলেছে 'শারদীয়া'। 

এই মনুষ্যকুলে যারা রং দেখতে বা রং চিনতে অপারগ, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টায় আমাদের এই উদ্যোগ। ওদের অন্ধকার জগৎ-এ যে কোনো রঙের গুঁড়োই সমার্থক, তা শুধুই বেরঙিন রঙের গুঁড়ো মাত্র। তাই গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে দৃষ্টিহীন শিশুগুলোর জীবনে খুশির হিল্লোল তুলতে সক্ষম একমাত্র ফুলই। আসুন অন্তত বছরের একটা দিন ফুলের কোমলতা আর সুগন্ধে ভরিয়ে দিই ওদের জীবন। এবার রঙের ডালি নয়, ফুলের ডালি দিয়ে বরণ হোক বসন্ত উৎসব । 

আশা করি আপনারা সকলে আমাদের পাশে থেকে এই ছোট্ট প্রচেষ্টাকে সার্থক করে তুলবেন । আপনাদের সকলের উপস্থিতি একান্তই কাম্য। আশা রাখি ফুলের সৌরভ আর কোমল স্পর্শ আপনার মন ছুঁয়ে যাবেই ॥

স্থান - লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড। 
(রাসবিহারী সি.ই.এস.সি এর পাশে।)
সময় - বিকেল ৩টে থেকে ৫টা । 
তারিখ – ২৮শে ফেব্রুয়ারী, ২০১৮ (বুধবার)। 

"শারদীয়া"
8013571298
9903345753

#SARODIYA
#শারদীয়া
#শারদীয়ার_ফুলদোল
#বসন্ত_উৎসবShare